
আত্মসচেতনতার অভাবের কারণে বর্তমান সময়ে মানুষ যেসব বড় বড় সংকটে পতিত হচ্ছে সেগুলো হলোঃ
১) নৈতিকতার সংকট ২) স্বাস্থ্য সংকট ৩) সাংস্কৃতিক সংকট ৪) পরিবেশ বিপর্যয় ইত্যাদি। আর এ সংকটগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম অর্থাৎ একটা জাতির ভবিষ্যৎ ভয়াবহ বিপর্যয় ও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।
আমরা জানি, শিক্ষাই পরিবর্তনের মূল হাতিয়ার। কিন্তু নতুন প্রজন্মকে নিজের দিকে ফিরে তাকানোর কৌশল শিখিয়ে আত্মসচেতনতার শক্তিতে বলিয়ান করার সে ধরণের শিক্ষা কার্যক্রম গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুপস্থিত।
আত্মসচেতনতার সত্যিকারের উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সাল থেকে নেত্রকোণার নিভৃত পল্লী কাচিয়াকান্দা গ্রামে অপ্রতিষ্ঠানিকভাবে আত্মসচেতন শিক্ষা কার্যক্রম শুরু হয়। এবং ২০১৬ সালের ১ জানুয়ারি মাস থেকে একই স্থানে বেসরকারি উদ্যোগে বিদ্যাভুবন নামক আত্মসচেতন ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মধ্যে দিয়ে বাংলাদেশে আত্মসচেতন শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। বিদ্যাভুবনে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যসূচি অনুসরণ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা দানের পাশাপাশি আত্মসচেতনতার প্রতিটা ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সচেতনতার উন্নয়ন, নৈতিক সচেতনতার উন্নয়ন, সাংস্কৃতিক সচেতনতার উন্নয়ন, পরিবেশ সচেতনতার উন্নয়ন এবং আত্মিক সচেতনতার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্মসচেতনতার উন্নয়নের উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে সে অনুযায়ী বিশেষ স্থাপত্যশৈলিকে কাজে লাগিয়ে ধাপে ধাপে অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। যার জন্য প্রাথমিক পর্যায়ে জমি বরাদ্দ করা হয়েছে সোয়া তিন একর।