
নতুন প্রজন্ম সঠিক লক্ষ্যে বিকশিত হওয়ার জন্য তাদের ভেতরে সঠিক স্বপ্ন বিনির্মাণের গুরুত্ব অপরিসীম। একটি শুভ স্বপ্নের পরিণতি একজন শুভ মানুষ। একজন শুভ মানুষ একটা জাতির শুভদিক উন্মোচনের নিয়ামক।
নতুন প্রজন্মের ভেতরে শুভ স্বপ্নকে উজ্জীবিত করার মাধ্যমে আত্মসচেতন বাংলাদেশের লক্ষ্য অর্জনের পথকে আরো মসৃণ ও সুদৃঢ় করা সম্ভব। দেশ এবং দেশের বাইরে থাকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ব্যক্তি এবং জাতি জীবনের উন্নয়ন নিয়ে তাদের স্বপ্ন এবং ভাবনাগুলোকে সংগ্রহ করা আত্মসচেতন বাংলাদেশের একটা নিয়মিত কার্যক্রম। এই স্বপ্নগুলোর মধ্য হতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ও বিশেষ স্বপ্নকে আত্মসচেতন বাংলাদেশ উৎসাহমূলক পুরস্কার প্রদান করে।
নতুন প্রজন্মের মধ্যে শুভ স্বপ্নের বীজ বপন এবং ধাপে ধাপে স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা দিতে আত্মসচেতন বাংলাদেশের বিভিন্ন কর্মশালা রয়েছে।
(আত্মসচেতন বাংলাদেশের স্বপ্ন চাষ পেইজে “স্বপ্ন” অনুলিপি জমাদানের বিস্তারিত প্রক্রিয়া এবং নিয়মাবলী দেখুন লিঙ্ক পেইজে)