
সুপরিকল্পিত শিক্ষার বাস্তবায়নের মাধ্যমেই সর্বস্তরে আত্মসচেতনতার বিস্তার ঘটানো সম্ভব। সর্বস্তরে আত্মসচেতন শিক্ষার বিস্তার ঘটাতে হলে আত্মসচেতনতার প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নেওয়াও অত্যন্ত জরুরী।
আত্মসচেতন বাংলাদেশ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আত্মসচেতনতার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের যে ধরণের উদ্যোগ হাতে নেওয়ার পরিকল্পনা করছে তা হলোঃ
♦পাঠ্য বইয়ের শিক্ষাক্রম ব্যতীত প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে আত্মসচেতন শিক্ষায় স্বাস্থ্য সচেতনতা, নৈতিক সচেতনতা, আত্মিক সচেতনতা, সাংস্কৃতিক সচেতনতা ও পরিবেশ সচেতনতার শিক্ষা কার্যক্রম অনলাইনে ভিডিও ক্লাসের মাধ্যমে পরিচালনা করা হবে- যেখানে বিভিন্ন স্তরে নির্ধারিত বয়সের যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই শিক্ষা গ্রহণের সুযোগ নিতে পারবে।
♦ যে সব শিক্ষা প্রতিষ্ঠানে আত্মসচেতন শিক্ষা কার্যক্রম চালু নেই সেই সব প্রতিষ্ঠান যদি আগ্রহ প্রকাশ করে তবে “আত্মসচেতন বাংলাদেশ” চুক্তি ভিত্তিক সুনির্দিষ্ট নীতিমালা মেনে ধাপে ধাপে আত্মসচেতন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
♦অনলাইনে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণকরীদের মূল্যায়ন এবং দক্ষতার ভিত্তিতে আত্মসচেতনার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে নিয়োগ প্রদান।