নোটিশ বোর্ড
মাতৃভূমিকে নিয়ে তোমার সর্বোচ্চ স্বপ্ন কী? নিজের দেশটাকে তোমার জীবদ্দশায় কোন আসনে দেখতে চাও? তুমি নিজে তোমার স্বদেশকে কী পর্যায়ে তুলে ধরতে চাও? দেশের কাছে তোমার চাওয়া কী? দেশের প্রতি তোমার প্রতিশ্রুতি কী, প্রতিজ্ঞা কী?
দেশকে নিয়ে সর্বোচ্চ স্বপ্ন ও ভাবনা আত্মসচেতন বাংলাদেশের “স্বপ্ন চাষ” বিভাগে লিখে জানাও।
>> লেখতে হবে প্রমিত বাংলায়, সর্বোচ্চ ১৫০০ শব্দে।
>> লেখা পাঠাবে এই ইমেইলেঃ swapnachash@asbd71.com
>> লেখা পাঠানোর শেষ তারিখঃ ৩০ জুন ২০২২।
আত্মসচেতন বাংলাদেশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্নউন্নয়ন, আত্মশৃঙ্খলা ও নৈতিকতার উন্নয়নের জন্য শীঘই চলু করতে যাচ্ছে, ঘরে বসে ১০ মিনিটে আত্ম মূল্যায়ন পত্র পুরণের ব্যবস্থা।
আত্মসচেতন বাংলাদেশের মাসিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও পারিবারিক প্রকল্পের সামাজিক অভিযান কার্যক্রম পবিত্র রমজান মাসে স্থগিত থাকছে। পরবর্তী সামাজিক অভিযান মে মাসের চতুর্থ সপ্তাহে পালিত হবে।