শপথ
১) আমি স্বইচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশকে একটি আদর্শ আত্মসচেতন রাষ্ট্রে উন্নিত করার কাজে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করছি।
২) দৃঢ় প্রতিজ্ঞার সাথে আত্মসচেতনতার উন্নয়নমূলক কাজে আমি নিজেকে সম্পৃক্ত করছি আমার ব্যক্তিগত জীবন চর্চা ও ধ্যান-ধারণার নেতিবাচক দিকগুলোকে সুনিয়ন্ত্রণ এবং ইতিবাচক দিকগুলোর সর্বোচ্চ প্রতিফলন ঘটানোর মধ্য দিয়ে।
৩) আমার ব্যক্তিগত রাজনৈতিক ও ধর্মীয় ধ্যান ধারণা ও আবেগের প্রভাব যা আত্মসচেতন বাংলাদেশের মূল লক্ষ্য অর্জনে ব্যহত হতে পারে তা থেকে আমি নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখবো।
৪) আত্মসচেতনতার প্রচার কিংবা এর উন্নয়নমূলক যে কোনো দ্বায়িত্বপ্রাপ্ত কাজের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরণের মুনাফা লাভ, আত্মপ্রচার, রাজনৈতিক বা ক্ষমতার প্রভাব তথা ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট সুযোগ সুবিধা লাভ তথা এ ধরণের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখবো।
৫) আত্মসচেতনতার প্রচার কিংবা এর উন্নয়নমূলক যে কোনো দ্বায়িত্বপ্রাপ্ত কাজের গুণগতমান রক্ষার্থে, কোনো ধরণের ক্ষতি বা বাধার সম্মুখীন হলে আমার অবস্থান সব সময় থাকবে নৈতিক এবং আপোষহীন।
৬) যে কোনো পরিস্থিতিতে আমি এই আদর্শের সাথে প্রতারণা এবং ক্ষতিকর কোনো কাজে নিজেকে সম্পৃক্ত না রাখতে আত্মপ্রতিজ্ঞাবদ্ধ।
৭) আমার শারীরিক, মানসিক শেষ সামর্থ থাকা পর্যন্ত বিশ্বের বুকে বাংলাদেশকে আক্ষরিক অর্থে একটি “আত্মসচেতন রাষ্ট্র” হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, আদর্শ ও প্রাপ্ত দায়িত্ব থেকে বিচ্চ্যুত না হতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
