
বিশ্ব ব্যাপী আত্মসচেতনতা বিষয়টি সম্বন্ধে সাধারণ মানুষের যে ধারণা “আত্মসচেতন বাংলাদেশ”- সেই গতানুগতিক ধারণা থেকে বের হয়ে এই বিষয়টিকে আরো গভীর বাস্তবতা থেকে, আরো গভীর দর্শন ও বিজ্ঞান সম্মত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। এ ধরণের দৃষ্টিকোণ থেকে আত্মসচেতনতা জীবনের অন্যতম প্রধান এবং অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ায়। জীবনের সার্থকতা এবং ব্যার্থতা এ দুই’ই আত্মসচেতনতার উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভরশীল।
একটা জাতির আত্মসচেতনতার অবস্থার উপর নির্ভর করে সে জাতির ভিত্তির গভীরতা এবং প্রকৃত বিকাশের সম্ভাবনা। ব্যক্তির আত্মসচেতনতার উন্নয়নের মধ্য দিয়ে জাতির আত্মসচেতনতার উন্মেষ ঘটাতে সাধারণ মানুষের মধ্যে বিষয়টিকে সহজ বোধগম্য করে তোলা, বিষয়টির গুরুত্ব অনুধাবন করার জন্য প্রচুর প্রচার-প্রচারণা এবং জীবনাচারের বিভিন্ন ক্ষেত্রে আত্মসচেতনতার উন্নয়ন ঘটাতে পর্যায়ক্রমিক গবেষণা এবং প্রকাশনা ছাড়া কোনো ধরণের ফলাফল আশা করা সম্ভব নয়।
আত্মসচেতন বাংলাদেশের গবেষণা ও প্রকাশনা বিভাগ আত্মসচেতনার প্রচার ও উন্নয়নের কাজকে সক্রিয় ও শক্তিশালী করার জন্য বিশেষ গুরুত্বের সাথে নিয়মিত ভাবে বিভিন্ন গবেষণা ও প্রকাশনার কার্যক্রম হাতে নিতে যাচ্ছে।
আত্মসচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার জন্য দেশের ভেতরে এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আত্মসচেতন বাংলাদেশ যৌথভাবে কাজ করার পরিকল্পনা আছে। এছাড়াও একক বা দলীয়ভাবে গবেষণা করতে আগ্রহী উপযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গেকে আত্মসচেতন বাংলাদেশ নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে সহযোগিতা করবে।