নীতিমালা

নীতিমালা

Constitution

১) একটি আত্মসচেতন ও আদর্শ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে উন্নিত করতে দেশপ্রেম, ত্যাগ, ন্যায়-নীতি ও নিষ্ঠাকে অন্তরে ধারণ করতে হবে সর্বাগ্রে।

২) বাংলাদেশকে একটি আদর্শ আত্মসচেতন জাতি হিসাবে উন্নিত করাই মূল লক্ষ্য। এবং এই লক্ষ্য অর্জনে আত্মসচেতনতার পাঁচটি মৌলিক ক্ষেত্রঃ ১) স্বাস্থ্য সচেতনতা, ২) সুশিক্ষা ও নৈতিক সচেতনতা ৩) সাংস্কৃতিক সচেতনতা ৪) পরিবেশগত সচেতনতা এবং ৫) আত্মিক সচেতনতার উন্নয়ন মূলক কাজই সর্বাগ্রে প্রাধান্য পাবে।

৩) মূল আদর্শে, প্রতিটা কাজের লক্ষ্য অর্জনে এবং কাজের গুণগত মানের ক্ষেত্রে থাকতে হবে সম্পূর্ণ আপোষহীন।

৪) দলীয় রাজনীতি এবং এর প্রভাব থেকে থাকতে হবে সম্পূর্ণ মুক্ত।

৫) ব্যক্তিস্বার্থ বা ব্যক্তি কৃতিত্বের মনোভাব থেকেও থাকতে হবে সম্পূর্ণ মুক্ত।

৬) ক্ষেত্র বিশেষে (স্বেচ্ছা শ্রমের আওতায় নয় এমন) আত্মসচেতনতার প্রচার ও উন্নয়ন প্রকল্প তথা আত্মসচেতন বাংলাদেশের সাথে সম্পৃক্ত যে কোনো কাজে নিয়োজিত দক্ষ ব্যক্তি সে কাজের ন্যায্য পারিশ্রমিক বা সম্মানী পাবেন।

৭) আত্মসচেতন বাংলাদেশের সাথে সম্পৃক্ত কোনো একক ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে এর নীতিমালা ও শপথ বিরোধী কার্যকলাপ পরিলক্ষিত হলে আত্মসচেতন বাংলাদেশের সাথে ঐ ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সম্পৃক্ততা ছিন্ন করা হবে। আত্মসচেতন বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্য ও কার্যক্রম ক্ষতি গ্রস্থ হয় এমন কর্মকলাপ বা পদক্ষেপ প্রমাণিত হলে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।