আত্মসচেতন কর্মী

আত্মসচেতন কর্মী

আত্মসচেতন কর্মী হিসাবে “আত্মসচেতন বাংলাদেশ”-এর বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে হলে নিম্ন লিখিত শর্ত অনুসরণ করত হবে।
• আত্মসচেতন কর্মী হিসাবে সংযুক্ত হতে হলে এই ওয়েব সাইটে সাবস্ক্রিপশান নিতে হবে।
• আত্মসচেতন বাংলাদেশের নীতিমালা এবং শপথ বাক্য পাঠ করে, স্বাক্ষর করতে হবে এবং সর্বক্ষেত্রে তা মেনে চলতে হবে।
• আত্মসচেতন বাংলাদেশের সাথে বর্তমানে এবং ভবিষ্যতে সম্পৃক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল ব্যক্তিবর্গ “আত্মসচেতন কর্মী” হিসাবে বিবেচিত হবে।
• আত্মসচেতন বাংলাদেশের নীতিমালা এবং শপথের কোনো ব্যত্যয় ঘটছে কি না তা প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় যাচাই করা হবে।
• প্রত্যেকের নির্দিষ্ট দক্ষতার প্রাথমিক যাচাই ও নির্বাচন করা হবে।
• দক্ষতার সম্ভাব্য কর্মক্ষেত্র অনুযায়ী আত্মসচেতন কর্মীদের শ্রেণি বিভাগ করা হবে।
• দক্ষতার উন্নয়ন ঘটাতে আত্মসচেতন কর্মীদের বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার সুযোগ থাকবে।
ক) প্রাথমিক প্রশিক্ষণ ও কর্মশালাঃ (সবার জন্য উন্মুক্ত)
     ১) আত্মসচেতনতা বিষয়ক
    ২) লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপ্রক্রিয়া বিষয়ক
    ৩) দেশের প্রকৃত ইতিহাস-ঐতিহ্য বিষয়ক
    ৪) আত্মসচেতন জাতি বিনির্মাণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ।
খ) দক্ষতার উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালাঃ (নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ কর্মীদের জন্য)
    ১) স্বাস্থ্য সচেতনতার উন্নয়নমূলক
   ২) আত্মসচেতন শিক্ষার উন্নয়নমূলক
   ৩) নৈতিক সচেতনতার উন্নয়নমূলক
   ৪) তথ্য, যোগাযোগ ও উপস্থাপন দক্ষতার উন্নয়নমূলক
   ৫) সাংস্কৃতিক সচেতনতা এবং বিভিন্ন সৃজনশীল দক্ষতার উন্নয়ন
   ৬) পরিবেশ সচেতনতা এবং বিভিন্ন কৃষিপ্রকল্পে দক্ষতার উন্নয়ন
   ৭) আত্মিক সচেতনতা এবং ইয়োগা, মেডিটেশনের প্রশিক্ষণ ও কর্মশালা।

• প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে আত্মসচেতন কর্মীদের দক্ষতার উন্নয়ন যাচাই,মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হবে।
• আত্মসচেতন বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন দিকনির্দেশনার মাধ্যমে স্ব স্ব ক্ষেত্রে দক্ষ কর্মীদের দায়িত্ব প্রদান, কার্যক্রম মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হবে।
• প্রত্যেক আত্মসচেতন কর্মীকে আত্মসচেতন বাংলাদেশের (ডিজিটালি রিড্যাবল) প্রিন্টেড আইডি কার্ড প্রদান করা হবে।
• বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা ছাড়াও বিনামূল্যে
    ♦ নিয়মিত আত্মমূল্যায়ন কার্ড
    ♦ পুরস্কার ও স্বীকৃতি
    ♦ আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।
• প্রত্যেক আত্মসচেতন কর্মীকে মাসিক ১৫ টাকা হারে সাবক্রিপশান ফি প্রদান করতে হবে। যা আত্মসচেতন বাংলাদেশ বিনির্মাণের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে।
• আত্মসচেতন বাংলাদেশ তার সকল কর্মী এবং সম্পৃক্ত সকলের যাবতীয় তথ্যের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।