আত্মসচেতনতা যেহেতু একক ব্যক্তিসীমায় আবদ্ধ কোনো বিষয় নয় তাই বৃহত্তর জনগোষ্ঠীর আত্মসচেতনতার উন্মেষের মধ্যে একটি জাতির সত্যিকারের বিকাশের মূলমন্ত্র লুকিয়ে আছে। একটি বিকশিত ও উচ্চতর জাতি আমরা তাকেই বলতে পারি যে জাতির পাঁচটি মৌলিক সচেতনতার মানদণ্ড উচ্চতর।
একটি আত্মসচেতন জাতির মৌলিক বৈশিষ্ট্য :
১) সে জাতির বৃহত্তর জনগোষ্ঠী শারীরিক অর্থাৎ স্বাস্থ্যসচেতন
২) মানসিক অর্থাৎ শিক্ষা, প্রজ্ঞা ও নৈতিক চেতনায় উন্নত
৩) নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনায় সক্রিয়
৪) পরিবেশ সুরক্ষায় অর্থাৎ পরিবেশগত সচেতনতায় সক্রিয় এবং
৫) আত্মিক সচেতনতার আলোয় আলোকিত
জাতি হিসেবে নিজেদের উচ্চতর আসনে উন্নীত করতে হলে এই পাঁচটি সচেতনতার স্তরের লক্ষ্য অর্জন অত্যন্ত জরুরি।